Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শেখপাড়া ডিসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আব্দুল্লাহ আল আজিজ (১২)। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা নাইমুল হক মাস্টারের ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে আজিজ মোটরসাইকেলে করে রোকনপুর উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথে শেখপাড়া গ্রামসংলগ্ন ডিসির মোড়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় মোটরসাইকেলের পেছনে থাকা ছেলে আজিজ ট্রাক্টরের চাকার নীচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। 

রোকনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, নিহত আজিজ তাঁর প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়া তার বাবা নাইমুল হক ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল্লাহ আল আজিজের অকালমৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত স্কুলছাত্রের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে পরিবারের কাছে ছাত্রের মরদেহ তুলে দেওয়া হয়েছে। ট্রাক্টরটি স্থানীয় জনতা আটকে রেখেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত