হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে পানি সরবরাহের লাইন চালুর আগেই মিটার চুরির হিড়িক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর পৌরশহরে সুপেয় পানি সরবরাহের লাইন চালুর আগেই শুরু হয়েছে মিটার চুরির হিড়িক। গত চার দিনে শহরের বিভিন্ন মহল্লায় অন্তত ২০০ পানির লাইনের মিটার চুরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলররা। 

শেরপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের অধীনে পৌর শহরে সুপেয় পানি সরবরাহের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আরএফএল। ইতিমধ্যে তারা পানির পাম্প ও পাইপ বসানোর কাজ শেষ করে প্রায় আড়াই হাজার বাড়িতে সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে। গত দুই মাসে প্রায় ৮০০ সংযোগ প্রদান সম্পন্ন করেছে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই পানির লাইনের মিটার চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতি রাতেই এই মিটার চুরির ঘটনায় পৌর কর্তৃপক্ষও চিন্তিত হয়ে পড়েছে। 

পানি সরবরাহের এই নির্মাণকাজের নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী আবুল হাসান বলেন, এই মিটার প্রতিটি ৮ হাজার টাকা ব্যয়ে ইতালি থেকে আমদানি করা হয়েছে। পৌর শহরের ২ হাজার ৬০০ টির মধ্যে ইতিমধ্যে ৮০০টি সংযোগ স্থাপন করা হয়েছে। 

শহরের রামচন্দ্রপুর পাড়ার আবু সাঈদ বলেন, ‘প্রায় এক মাস আগে আমার বাড়িতে পানি সংযোগের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মিটারটি সংযোগ করে দিয়ে যায়। গত সোমবার রাতে এই মিটার কে বা কারা চুরি করে নিয়ে গেছে।’ 

একইভাবে শহরের বসাকপাড়া, বকুলতলা ও বাগানবাড়ি এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রতিরাতে এই মিটার চুরির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরা জানান, মিটার চুরি প্রতিরোধ করার জন্য তারা রাতে পাহারা দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কিন্তু কিছুতেই প্রতিরোধ করা যাচ্ছে না। 

এ প্রসঙ্গে পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম বলেন, সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপন করা এই মিটারগুলো চুরি নিয়ে শেরপুর পৌর কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নিতে পুলিশকে জানানো হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার