হোম > সারা দেশ > নাটোর

নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪) ও মো. শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মো. জাহিদুল ইসলাম (৫৫), মো. রজিম আহম্মেদ (২২) এবং মো. আনোয়ার হোসেন (৩৮)। আজ সোমবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করত। কিছুদিন আগে তারিকুল ইসলাম নামের লালপুরের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে একটি নকল মূর্তি বিক্রি করেন। পরে তিনি পরীক্ষা করে বুঝতে পারেন মূর্তিটি নকল। টাকা ফেরত চাইলে গতকাল রোববার বিকেলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পান এবং বিষয়টি তাঁদের জানান।

র‍্যাব তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। 

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি ও সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর স্থানীয়দের সামনে তাঁরা স্বীকার করেন যে, মিথ্যা প্রলোভন দেখিয়ে রং করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিক্রি করে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তাঁরা। পরে সিংড়া থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়।

 

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার