Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪) ও মো. শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মো. জাহিদুল ইসলাম (৫৫), মো. রজিম আহম্মেদ (২২) এবং মো. আনোয়ার হোসেন (৩৮)। আজ সোমবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করত। কিছুদিন আগে তারিকুল ইসলাম নামের লালপুরের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে একটি নকল মূর্তি বিক্রি করেন। পরে তিনি পরীক্ষা করে বুঝতে পারেন মূর্তিটি নকল। টাকা ফেরত চাইলে গতকাল রোববার বিকেলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পান এবং বিষয়টি তাঁদের জানান।

র‍্যাব তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়। 

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি ও সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর স্থানীয়দের সামনে তাঁরা স্বীকার করেন যে, মিথ্যা প্রলোভন দেখিয়ে রং করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিক্রি করে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তাঁরা। পরে সিংড়া থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়।

 

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭