হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে একজন নিহত 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মারামারিতে গোলবার হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নিহতের ছেলে শাকিল আহমেদ (৩০)। 

নিহত গোলবার হোসেন ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। 

নিহতের ভাই আব্দুল মজিদ বলেন, একই গ্রামের প্রতিবেশী মো. দেলোয়ার হোসেনের (৫৫) ছেলে আল-আমিনের (৩০) কাছ থেকে গত অগ্রহায়ণ মাসে আমার ভাই গোলবার হোসেন ৫ মণ ধান ধার নেন। ধানের টাকা ফেরত দিতে দেরি হলে সুদসহ পরে দেওয়ার জন্য সময় নেন তিনি। এ নিয়ে কিছুদিন আগে আমার ভাই পাঁচ মণ ধানের মূল্য হিসেবে ৭ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু সুদের টাকা দিতে না পারায় কোরবানির ঈদের দুই দিন আগে পারিবারিকভাবে একটা ঝগড়া হয়।  

এ নিয়ে গত মঙ্গলবার সালিশ হওয়ার কথা ছিল। কিন্ত দেলোয়ার হোসেন, ‘তাঁর ছেলে মোঃ আল আমিন, মো. আলমগীর হোসেন (২২), মো. আশরাফুল ইসলাম (২০) ও ইসলাম আলীর ছেলে রুবেল আহমেদ সালিশ অমান্য করেন। পরে গতকাল বুধবার সন্ধ্যায় আমার ভাতিজা শাকিলকে আড়ংগাইল বড় বাজারের চা স্টলে দেখতে পেয়ে তাঁরা লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করেন। তখন আমার ভাই ও চাচা মজিদ ঠেকাতে গেলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় তাঁরা প্রাণ বাঁচানোর জন্য পাশের রবিউল করিমের দোকানে পালিয়ে যান। কিন্তু সেখানে গিয়েও ভাই ও ভাতিজাকে মারধর করেন তাঁরা। তাঁদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দেলোয়ার হোসেনসহ বাকিরা চলে যান। পরে স্থানীয়রা আমার ভাই ও ভাতিজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করেন।’ 

এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এ এস এম রাকিবুল হাসান বলেন, হাসপাতালে নিয়ে এলে গোলবার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়। অপর আহত শাকিলকে তাড়াশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় আহত গোলবার হোসেনকে বগুড়ায় চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে