প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বছরের প্রথমদিকে বন্যার পানি বেড়ে গিয়েছিল। তবে বন্যার পানি নেমে যাওয়ায় গত ১ মাসে ফসলের মাঠ চাষের উপযোগী হয়ে উঠেছে। এসব জমি প্রস্তুত করতে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ৩২ হাজার ৫ শত ৮৫ হেক্টর। এসব জমিতে ধান, পাট ও সরিষার ভালো ফলন হয়। পাশাপাশি বিভিন্ন মৌসুমি সবজির চাষ হয়ে থাকে। এসব কৃষিপণ্য নিজ এলাকার চাহিদা মিটিয়ে জাতীয় খাদ্যশস্য ভান্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি বছর রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৯ শত ২৫ হেক্টর জমিতে, চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৫ শত ৫৮ মেট্রিকটন। গত বছর লক্ষ্যমাত্রা ৮ হাজার ৮ শত হেক্টর হলেও আবাদ হয়েছিল ৮ হাজার ৯ শত ২৫ হেক্টর জমি। গত বছরের তুলনায় চলতি বছরে দ্বিগুণ ফলন হবে বলে আশা করা হচ্ছে।
পৌর শহরে কৃষক এনায়েতনগর গ্রামের শাহেদ আলী মল্লিক বলেন, বোরো ধান কাটার পর বর্ষার পানির কারণে জমি অনাবাদি রাখতে হয়। এবারে গত বছরের চেয়ে বেশি পানি হলেও দেড় মাস আগে পানি নেমে যাওয়ায় জমি অনাবাদি রাখার সুযোগ নেই। জমি প্রস্তুত, বীজতলা থেকে বীজ তলা এবং বীজ রোপণে কৃষকেরা মাঠে নেমে গেছেন।
এই সময় এনায়েতপুর গ্রামের দিনমজুর হাতেম আলী মল্লিক বলেন, সারা বছর আমরা মাঠে কাজ করি। এই সময় বন্যার পানির কারণে মাঠ তলিয়ে থাকায় বেকার সময় পার করতে হতো। কিন্তু এবারে এমন হয়নি, রোপা আমন রোপণ করার প্রস্তুতি নিচ্ছে। মাঠে কাজও শুরু হয়েছে। ৩৫০ টাকা প্রতিদিন মজুরি হিসেবে আমরা মাঠে কাজ করছি।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি বলেন, প্রতিবারের চেয়ে এবারে কৃষক বেশি জমিতে রোপা আমন রোপন শুরু করেছে। উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় রোপন শুরু হয়েছে। এবং কিছু এলাকায় জমি প্রস্তত করছে কৃষক। এবারে বন্যার পানি না থাকায় এ অঞ্চলে ফলন ভালো হবে বলে আশা করা যায়।