পাবনার সাঁথিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ী নামক স্থানে নগরবাড়িমুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
নিহত ব্যক্তি হলেন বাবলু সাহা (৬৫)। তিনি সাঁথিয়া পৌর সভার মৃত জতিন্দ্রনাথ সাহার ছেলে। বাবুল সাহা পেশায় একজন ব্যবসায়ী।
মাধপুর পুলিশ ফাঁড়ির ওসি জয়নাল আবেদীন সরদার বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করি। নিহত ব্যক্তির লাশ হস্তান্তরের জন্য মাধপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।’