হোম > সারা দেশ > রাজশাহী

আমার বাড়িতে কেউ কর চাইতে গেলে আমিই হাঁসুয়া নিয়ে তাড়াব: বুলবুল 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘বিএনপির নেতা-কর্মীরা কেউ সরকারকে কোনো ধরনের কর দেবে না। গ্যাস-পানি-বিদ্যুতের বিলও দেবে না। নেতা-কর্মীরা বাড়িতে হাঁসুয়া নিয়ে বসে আছেন। কেউ টাকা আদায় করতে গেলে তাঁরা হাঁসুয়া বের করবেন। এটাই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন।’ 

আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীতে বিএনপির অসহযোগ আন্দোলনের (প্রচারপত্র) লিফলেট বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দোকান কর্মচারী, পথচারী, রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। তাঁর সঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘৭ জানুয়ারি সাজানো ভাগ-বাঁটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোটকেন্দ্রে যাবে না। এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্যতা পাবে না।’ 

সাবেক সিটি মেয়র বলেন, ‘আমরা সাধারণ মানুষকে সরকারকে কর, খাজনা, বিদ্যুৎ-গ্যাস-পানির বিল পরিশোধ বন্ধসহ ব্যাংকে আমানত না রাখার আহ্বান জানাচ্ছি। এরপর কর ও খাজনার টাকা কেউ আদায় করতে গেলে বিএনপি নেতা-কর্মীরা বাড়িতে বাড়িতে হাঁসুয়া নিয়ে বসে আছে। এভাবেই তাদের বিতাড়িত করা হবে।’ 

এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এসব কথা বলেছি; কারণ, আমার বাড়িতে কেউ কোনো কর চাইতে গেলে আমিই হাঁসুয়া নিয়ে তাড়াব। সরকারকে অসহযোগিতা করার এটাই আমাদের আন্দোলন।’ 

তিনি আরও বলেন, ‘শ্বশুর-জামাই নির্বাচন করছে। শালা-সম্বন্ধীরা আমাদের কর্মসূচিতে নানা রকম বাধা দিচ্ছে। আমরাও দেখতে চাই যে তারা বাধা কতটা দিতে পারে। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই পুলিশ আমাদেরই তেড়ে বেড়াচ্ছে। তাহলে এখন ট্যাক্স বন্ধ করে দেওয়া ছাড়া তো আমাদের সামনে আর কোনো উপায় দেখি না।’

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন