হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে কাল থেকে শুরু হবে করোনার টিকার চতুর্থ ডোজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে করোনার টিকার চতুর্থ ডোজ প্রয়োগ শুরু হচ্ছে।

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়। আজ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। 

সভায় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিভাগে আগামীকাল মঙ্গলবার থেকে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া শুরু হবে। বয়স্কদের মধ্যে যাদের বুস্টার ডোজের মেয়াদ চার মাস অতিবাহিত হয়েছে প্রাথমিকভাবে তারাই এ টিকা পাবে। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেন, ‘বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সরকারি দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বাড়াতে হবে, যাতে উন্নয়নকাজগুলো টেকসই হয়। ‘এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না’—প্রধানমন্ত্রীর এই নির্দেশ প্রতিপালনে কৃষি বিভাগকে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন বিভাগীয় কমিশনার। সমন্বয় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা প্রশাসকেরা অংশগ্রহণ করেন।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে