হোম > সারা দেশ > বগুড়া

কাঁচা মরিচের দাম কেন বেড়েছে তা আমাদের জানার কথা নয়: বগুড়ায় বাণিজ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি

কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে কোথাও কোথাও এখন কেজিপ্রতি ১ হাজার টাকা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। এ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সেটি তাঁর জানার কথা নয়।

আজ শনিবার বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র‍্যালির আগে সাংবাদিকেরা এ নিয়ে মন্ত্রী টিপু মুনশিকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘কাঁচা মরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা নয়।’ 

মন্ত্রী আরও বলেন, ‘কাঁচা মরিচের দাম কেন বাড়ল, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সরকার কাঁচা মরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।’ 

কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।’ 

ব্যবসায়ীদের সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুত) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করে বাণিজ্যমন্ত্রী র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার