হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

 লালপুর (নাটোর) প্রতিনিধি

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেন। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীর ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধপাড়ায় মন্দিরটি পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার। পরে তিনি সন্তুষ্টি প্রকাশ করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে মনোজ কুমার লেখেন, ‘এটা ছিল খুবই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা, সৌভাগ্যক্রমে মা কালীর আশীর্বাদে অত্যন্ত সুন্দর ও আশীর্বাদপূর্ণ কালীমাতা মন্দিরটি পরিদর্শন করতে পেরেছি। কালীমাতা মন্দিরটি নাটোরের লালপুরের গ্রিনভ্যালি পার্কের কাছে অবস্থিত।’

পরে সহকারী হাইকমিশনার শ্রীশ্রী কালীমাতা মন্দির ও গোবিন্দ বিগ্রহ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্দির কমিটির সহসভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের গুরুদাসপুর থেকে ফেরার পথে মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক উন্নতিকল্পে সহযোগিতা করার আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্দিরের সহসভাপতি গণেশ চন্দ্র দাশ, নিরীক্ষণ সম্পাদক আশিস কুমার সুইট, মন্দির সেবায়েত সনাতন প্রভুসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে