Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ নিহত ২

প্রতিনিধি

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ও সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ সোমবার বেলা এগারোটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ও রোববার রাত ১১টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়েদাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলো, লালমনিরহাটের হাতীবান্ধা থানার নেক্সাস সুন্দর গ্রামের শফিকুল ইসলামের ছেলে, ট্রাকচালক নাজমুল ইসলাম (৪৮)। অপরজন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রওশনারা বেগম (৫০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রোববার রাতে ঢাকা থেকে পণ্যবাহী একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ট্রাকটি মুলিবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নাজমুল ইসলাম নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান, সোমবার বেলা এগারোটার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে সলঙ্গা থানার ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক রওশনারা বেগমকে বহন কারি মোটরসাইকেলকে ধাক্কা দেয় । এ সময় সে রাস্তায় ছিটকে পড়লে অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ