নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরের একটি খাল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে বহনকারী ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম মামুনুর রশীদ মামুন (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া গ্রামের বাসিন্দা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কংক্রিটের খুঁটি তৈরি করে বিক্রি করতেন মামুন। গতকাল শনিবার বিকেলে নিজ এলাকা থেকে ট্রাক ভাড়া করে তাঁর তৈরি কংক্রিটের খুঁটি বিক্রির জন্য চাঁপাইনবাবগঞ্জে যান। কাজ শেষে ওই ট্রাকে করেই সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু রাত গভীর হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ নওগাঁ সদরের জবার মোড় এলাকা থেকে ওই ট্রাকের চালক সুমন (২৮) ও তাঁর সহকারী সজীবকে (১৯) আটক করে। পরে তাঁদের দেওয়ার তথ্যের ভিত্তিতে চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কের পাশে আব্দুল জলিল কোল্ড স্টোরেজ এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। প্রথমে ভাড়া করা সেই ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা মামুনকে হত্যা করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
ওসি আরও বলেন, টাকা লুট করার জন্য ট্রাকের ওপরেই চালক ও সহকারী মামুনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এরপর রাস্তার পাশে লাশ ফেলে তাঁরা পালিয়ে যান। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।