রাজশাহীর দুর্গাপুরে রেন্টু পাইক (৫০) নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামপুর গ্রামে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রেন্টু পাইক দুর্গাপুর উপজেলার শ্যামপুর গ্রামের ফয়েজ পাইকের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন। তিনি বলেন, ‘রেন্টু ঋণগ্রস্ত ছিলেন। তাঁর বাড়িতে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) ১৮টি কিস্তির বই পাওয়া গেছে। আজ তাঁর কিস্তির টাকা পরিশোধের দিন ছিল। তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। গতকাল বুধবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
এ বিষয়ে শ্যামপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ হোসেন বলেন, ‘রেন্টু আমার পানের আড়তে দিনমজুরের কাজ করতেন। তিনি দাদন ব্যবসায়ী ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতেন। আজ তাঁর পাঁচ হাজার টাকার কিস্তি ছিল। এই টাকা জোগাড় করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গতকাল রাতে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’