হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ট্রাকচাপায় ৩ করিমন আরোহী নিহত, আহত ৫

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

সাঁথিয়া—মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকচাপায় করিমন আরোহী তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার রাঙামাটি গ্রামের আলতাব হোসেনের ছেলে খোকন হোসেন (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী (৫০), একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭)।

আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

আব্দুল লতিফ জানান, আজ ভোরে কৃষিশ্রমিকেরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যেতে সাঁথিয়া-মাধপুর সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার