জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে ঝড়ের সময় মাথায় ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে পড়ে আছিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার মাত্রাই-মনাহার গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম কালাই উপজেলার মাত্রাই-মনাহার গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
গাছের ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি মঈনুদ্দীন জানান, আজ সন্ধ্যার দিকে ঝড়ের সময় জমিতে পড়ে থাকা ধান কুড়িয়ে বাড়ি ফিরছিলেন আছিয়া। এ সময় একটি ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।