Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোরের রাকিবের পাশে আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোরের রাকিবের পাশে আইসিটি প্রতিমন্ত্রী

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ভাটপাড়া এলাকার রাকিবুল ইসলামের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মাধ্যমে এই দরিদ্র শিক্ষার্থীর কথা জানতে পেরে রাকিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রাকিবের ভর্তিসহ পড়াশোনার যাবতীয় ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।

রাকিবুল ইসলাম এবার চাঁদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। দিনমজুর আনছার আলীর ছেলে রাকিব তাঁর পড়াশোনা এগিয়ে নেওয়া নিয়ে সংশয়ে ছিলেন।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, রাকিবের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া সত্ত্বেও পড়াশোনার অনিশ্চয়তার খবরটি জানতে পারেন তিনি। পরে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গেই প্রতিমন্ত্রী রাকিবের মোবাইল ফোন নম্বর নিয়ে তাঁকে ফোন দেন। এ সময় তিনি রাকিবের সমস্ত দায়িত্ব নেওয়ার কথা জানান।

প্রতিমন্ত্রী পলকের ফোন পেয়ে আবেগাপ্লুত রাকিব বলেন, ‘আমি ও আমার পরিবার দুশ্চিন্তায় ছিলাম ভর্তিসহ পড়াশোনার খরচ নিয়ে। এ সময় প্রতিমন্ত্রী পলক স্যার আমার খোঁজ নিলেন ও দায়িত্ব নিলেন। এমন একজন নেতা দেশের প্রতিটি অঞ্চলে থাকলে কোনো দরিদ্র অসহায় শিক্ষার্থীকে না পড়তে পারার কষ্ট পেতে হবে না।’

প্রতিমন্ত্রী পলকের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিতে রাকিবের বাবা আনছার আলী প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা