নাটোরের লালপুরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
মৎস্য কর্মকর্তা আবু সামা বলেন, 'ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের তিনটি অভিযানে প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া কিছু জব্দকৃত ইলিশ গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।'
এ সময় জেলেদের উপার্জন বন্ধ হওয়ায় উপজেলার ৫০০ জন জেলেকে খাদ্য সহায়তা দেওয়া হয়। নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল খাদ্য সহায়তা বিতরণ করেন।