শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সাইদুর রহমান সাকিব নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী এলাকার রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের শাহাদত হোসেন সাদের ছেলে এবং পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইদুর রহমান সাকিব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় গ্রিল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মাঝে তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। গতকাল শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ শনিবার ভোরে কেকারপাড়া মোলামগাড়ী এলাকার রাস্তার পাশে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’