বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী বাঘার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এতে অফিসের সামনের বারান্দা ও আসবাবপত্র পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়ে এ আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝিনা রেলগেট বাজারের পাহারাদার রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়ার পর পাহারার কাজে বাজারে আসি। বাজারে দক্ষিণ পাশে বিএনপির অফিসটি । রাত দুইটার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। টর্চ লাইট মেরেও তাদের চিনতে পারিনি। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি আক্কাছ আলী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি উৎসাহী কিছু আওয়ামী লীগের লোকজন নানাভাবে প্রভাব খাটানো চেষ্টা করে। বিএনপিকে উদ্দেশ্য করে তারা বলছে তোমারা পালানো জায়গা পাবে না। অল্প সময়ের মধ্যে নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবে। রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে তারা।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির এ নেতা।
উল্লেখ্য ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাকা বিএনপি কার্যালয় নির্মাণ কর হয়। দীর্ঘদিন কোনো নেতা–কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা এই কার্যালয় ব্যবহার করে আসছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে মোবাইল ফোনে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।