Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ২ লেনের ফ্লাইওভার নির্মাণকাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ২ লেনের ফ্লাইওভার নির্মাণকাজ উদ্বোধন

রাজশাহী মহানগরীতে দুই লেনের একটি ফ্লাইওভার নির্মাণ হতে যাচ্ছে। নগরীর হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেলক্রসিংয়ে এই ফ্লাইওভার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ‘মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৭৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এটি নির্মাণ করছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, ‘শহরে মধ্য দিয়ে রেল লাইন গেছে। রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি কমাতে এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে পাঁটি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটির নির্মাণকাজের উদ্বোধন করা হলো। এটি নগরীর উন্নয়নের আরেকটি মাইলফলক।’ 

সিটি করপোরেশন জানিয়েছে, ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে ৭৭৫ মিটার। ফ্লাইওভারের ধরন বক্স গার্ডার, আরসিসি (কাস্ট ইন সিটু)। মূল কাঠামোর দৈর্ঘ্য ৪৮৫ মিটার। ভায়া ডাক (পূর্ব) ১৪৫ মিটার এবং ভায়া ডাক (পশ্চিম) ১৪৫ মিটার। ফ্লাইওভারে ৩০ মিটার ও ২৫ মিটারের ১৮টি স্প্যান থাকবে। পিলার থাকবে ১৭টি। মোট পাইলের সংখ্যা হবে ৯৭টি। এই ফ্লাইওভার নির্মাণকাজ বাস্তবায়নের মেয়াদ থাকবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী ও সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার। এ সময় অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। 

ক্যাপসন: ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ সহজ নয়: আসিফ নজরুল

ফাগুনের বৃষ্টিতে মুকুল নিয়ে উদ্বিগ্ন চাষিরা

জ্বালানি খাত জিম্মি করছেন আওয়ামী লীগের নেতারা

বগুড়ায় অপসারণের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ

মন্দিরে দুই দফায় ভাঙচুর, যুবদল নেতা আটক

আহত ছেলেকে দেখতে যাওয়ার পথে মা নিহত