হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

‘গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’—এই স্লোগানে রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল স্টান্ট শো হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই স্টান্ট শোর আয়োজন করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাউন্ড টেবিল বাংলাদেশ এ আয়োজন করে। তাতে সহযোগিতা করে ‘দুরন্ত বাইসাইকেল’। সাইকেল স্টান্ট শোতে ০.৬ গ্রেভিটি রাইডারের ১০০ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্ট প্রদর্শন করেন। তা দেখে মুগ্ধ হন দর্শকেরা।

প্রধান অতিথি হিসেবে স্টান্ট শো উপভোগ করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাইসাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। পাশাপাশি যুবসমাজকে তিনি মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

রাজশাহীতে সাইকেল স্ট্যান্ট শো। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্টান্ট শো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি। উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বাণ চাকমা, আরএফএল বাইকের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, রাউন্ড টেবিল বাংলাদেশের জাতীয় সভাপতি সিফাত উদ্দিন বেগ ও ঢাকা রাউন্ড টেবিল-১-এর সভাপতি মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন