হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ৩০০ বস্তা নকল সার জব্দ

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সারের ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৩০০ বস্তা নকল টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় এসএ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মেহের আলম দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম আজকের পত্রিকাকে বলেন, ‘গোহাইল বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল টিএসপি সার বিক্রয় ও বিতরণের জন্য মজুত করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। সেখানে এসএ ট্রেডার্সে উপজেলা কৃষি কর্মকর্তার শনাক্তকরণে ৩০০ বস্তা ভেজাল সারের মজুতকরণের প্রমাণ পাই। প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। এ ছাড়া নকল সেসব সার জব্দ করে কৃষি কর্মকর্তাকে বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য নির্দেশ দিয়েছি।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে