হোম > সারা দেশ > নাটোর

গৃহবধূর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে থানায় ঢুকে বিক্ষোভ

 লালপুর (নাটোর) প্রতিনিধি

থানার সামনে বিক্ষোভ করছেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১২টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।

বিক্ষোভকারীরা জানান, গত রোববার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বুধবার বেলা ১১টা থেকে বিক্ষোভ করেন সম্পার স্বজন ও এলাকাবাসী। মিছিলটি একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে। সেখানে বিক্ষোভের পর থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাসে দিলে অবরোধ তুলে নেন তাঁরা।

সম্পার মা রোজিনা বেগম জানান, তার মেয়ে আত্মহত্যা করেনি। মেয়ের শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, থানায় এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে