হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ে পিঠা উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব হয়েছে। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়ার চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব হয়।

পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. আম্বিয়া খাতুন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী সচিব মো. হান্নান হোসাইন, ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিনা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রমুখ। 

পিঠা উৎসবে নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দশা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, মান্ডা পিঠা, মাওয়া পিঠা, নারিকেল পিঠা, খেজুর পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত নাম! সেইসঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাশের এলাকা থেকে পিঠা উৎসবে আসা নোশিন আরা নুপুর বলেন, উৎসবের মধ্য দিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা নতুন পিঠার সঙ্গে পরিচিত হতে পারছে। বিদ্যালয়ের উদ্যোগে চমৎকার আয়োজন দেখে ভালো লাগছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস ছিল মনে রাখার মতো।

পিঠা উৎসবের আয়োজক প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে আমাদের এ আয়োজন। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও করা হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। 

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন