হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় কলেজছাত্রীকে যৌন হয়রানি, ৩ যুবক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক কলেজছাত্রীকে (১৮) যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মারধরের শিকার হন কলেজছাত্রীর বাবা ও ভাই। এ ঘটনায় মামলার পর তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারকৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কৈডাঙ্গা গ্রামের শুভ, তারেক ও নীরব।

এর আগে শনিবার ঈদের দিন বিকেলে উপজেলার বাওনজান রেলব্রিজ এলাকায় ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে ওই কলেজছাত্রী তাঁর ভাই-ভাবির সঙ্গে গ্রামের পাশে বাওনজান রেলব্রিজ এলাকায় ঘুরতে যান। এ সময় ওই গ্রামের বখাটে শুভ (১৯), নীরব (১৯), ঠান্টু, তারেক (২০) ও সাজু (২২) তাঁকে উত্ত্যক্ত করার একপর্যায়ে যৌন হয়রানি করেন। এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা কলেজছাত্রীর ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে ওই কলেজছাত্রীর বাবা এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে রক্তাক্ত করা হয়। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকেরা পালিয়ে যান। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনার পর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আজ রোববার তাদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার