নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার আরএমপির বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রকি (২৮) বেলপুকুর থানার দোমাদী গ্রামের বাসিন্দা।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তিন সপ্তাহ ধরে রকি ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার সন্ধ্যায় রকি মোবাইল ফোনে ভুক্তভোগীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যার দিকে এলাকার একটি পাটের খেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কিশোরীর বাবা বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রকিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’