Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

কাফনের কাপড় পরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রামের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

কাফনের কাপড় পরে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রামের বিক্ষোভ
আজ রোববার বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আইএইচটি সংলগ্ন শেরপুর রোড থেকে বাংলাদেশ ব্যাংক মোড় প্রদক্ষিণ করে মিছিলটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে মিলিত হয়।

সংগঠনের সমন্বয়ক শিহাব উদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় আন্দোলনকারীরা জানান, গত ১৪ বছর যাবৎ মেডিকেল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একই সঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার।

এসব সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তরের দাবি জানান তাঁরা।

এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।

শাহরিয়ারের মেডিকেল কলেজে গিয়ে অবরুদ্ধ সমন্বয়কসহ চারজন

নওগাঁয় যৌথ বাহিনীর টহল শুরু, চেকপোস্ট কার্যক্রম জোরদার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা

রাজশাহীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছেই, দাবি আদায়ে বিক্ষোভ-মানববন্ধন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

শিমখেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, প্রতীকী জানাজা রাবি শিক্ষার্থীদের

একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই: আইজিপি