নাটোরের নলডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে হাবিবুর রহমান (৫৫) নামে এক গ্রামপুলিশ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রামশাকাজিপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান উপজেলার রামশাকাজিপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে গ্রামপুলিশ হাবিবুর রহমান নিজ শয়নকক্ষে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের তাঁর ফুটো হয়ে পুরো ঘর বিদ্যুতায়িত ছিল বলে জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।