হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে আগাম শিম চাষে লাভবান কৃষকেরা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

বেগুনি রঙের ফুলের শোভায় ভরে উঠছে শিমখেত। প্রকৃতিও বেশ অনুকূলে। শীতের শুরু না হতেই খেত থেকে শিম তুলে বাজারে বিক্রি করছেন চাষিরা। ভালো দাম পেয়ে চাষিদের মুখে দেখা দিয়েছে হাসির আভা।

রাজশাহীর চারঘাটে আগাম শিম চাষ করে ভালো ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। শীতকালীন সবজির মধ্যে অন্যতম হলো শিম। প্রতিবছরই উপজেলার উঁচু এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হয়ে আসছে আগাম শিম। কম খরচে অধিক লাভ হওয়ায় দিনদিন শীতের সবজি শিম আবাদে ঝুঁকছেন চাষিরা। 

শীতের সবজি শিমখেতের দিকে তাকালেই দেখা যায়, সবুজের সঙ্গে দুলছে বেগুনি রঙে রাঙানো ফুল। সাদা ও বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলে গ্রামের সবুজ খেতের প্রকৃতি সেজেছে যেন অন্যরকম এক মুগ্ধতায়। 

আজ মঙ্গলবার সকালে চারঘাট উপজেলার নিমপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে শিমখেত, যা অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। শিমের গাছ, পাতা ও ফুল বাতাসে দোল খাচ্ছে। পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। 

নন্দনগাছি গ্রামের বাহাদুর আলী এ বছর নিজের ৩০ শতাংশ জমিতে শিম আবাদ করেছেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, `এরই মধ্যে কিছু শিম তুলে বিক্রি করেছি ৯০ থেকে ১১০ টাকা কেজিতে। শীত শুরুর আগে আগে শিম বিক্রি করতে পারলে লাভ বেশি হবে। সেভাবেই শিমের খেত তৈরি করেছি।'

বরকতপুর এলাকার কৃষক মাইনুল ইসলাম জানান, এবার ২২ শতাংশ জমিতে শিম আবাদ করেছেন তিনি। গত বছরের এই সময়ে অতিবৃষ্টিতে শিমখেত নষ্ট হয়েছে। তাই খুব একটা লাভ হয়নি তাঁর। এবার আগাম জাতের শিম বিক্রি করে বেশ দাম পাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে ভালো দামে আরও বেশি শিম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। 

গ্রামের চাষিরা বলেন, মৌসুমের শুরু সে জন্য ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে শিম কিনছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে অল্প কিছুদিন পর বাজারে আমদানি বেড়ে গেলে দামও কমে যাবে। শেষ পর্যন্ত ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে পারলেও লাভ হবে। 

এদিকে চারঘাট সদর বাজারে গতকাল শিম বিক্রি হচ্ছে খুচরা ১২০ টাকা কেজিতে। এক সপ্তাহ আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা কেজি। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় গত কয়েক বছরে শীতকালীন সবজির আবাদ বেড়েছে। এ বছর ২৬০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে, যা গতবারের চেয়ে ৫০ হেক্টর বেশি। 

চারঘাট উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ বলেন, শীতকালীন সবজি শিম আগাম বাজারে নিয়ে আসতে হলে মার্চ-এপ্রিলে জমিতে লাগাতে হয়। মে-জুনেও লাগানো হয়ে থাকে। এ বছর প্রকৃতি অনুকূলে থাকায় সবজির চাষাবাদ ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। ভালো উৎপাদনের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের