হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক কাজেম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা ফার্মেসি মালিক সমিতির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ডা. কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও দোষীদের গ্রেপ্তার না করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে পুলিশ প্রশাসন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত খুনিদের আইনের আওতায় এনে তাঁদের শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, ডা. ময়েজ উদ্দীন, ডা. মহিউদ্দিন আহমেদ, ডা. ইসমাইল হোসেন, ডা. ইস্রাফিল, ডা. রেজাউল করিম, ডা. মাহফুজ রায়হান, ডা. আব্দুস সামাদ, ডা. মোশফিকুর রহিম প্রমুখ।

প্রসঙ্গত, চিকিৎসক গোলাম কাজেম আলী আহমদ চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে নগরের বর্ণালী মোড়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন