চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা ফার্মেসি মালিক সমিতির নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ডা. কাজেম আলী আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও দোষীদের গ্রেপ্তার না করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে পুলিশ প্রশাসন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত খুনিদের আইনের আওতায় এনে তাঁদের শাস্তির দাবি জানান বক্তারা।
প্রসঙ্গত, চিকিৎসক গোলাম কাজেম আলী আহমদ চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ক্লিনিকে নিয়মিত রোগী দেখতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে নগরের বর্ণালী মোড়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।