Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় জামাই মেলার নাগরদোলা ভেঙে আহত ১০

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জামাই মেলার নাগরদোলা ভেঙে আহত ১০

বগুড়ার কাহালুতে জ্যৈষ্ঠ মাসের জামাই বরণ মেলায় নাগরদোলা ভেঙে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই মেলায় থাকা অন্য নাগরদোলাগুলো খুলে ফেলে পুলিশ।

আজ শনিবার সকালে মেলা চলাকালে নাগরদোলা ভেঙে পড়ার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার কাহালু উপজেলা সদরের পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়। এক দিনের মেলা হলেও মূলত বৃহস্পতিবার থেকে মেলায় দোকানসহ নাগরদোলা ও চরকি বসানো হয়। আজ দিনভর মেলা শেষে রোববার তাদের বিদায় হওয়ার কথা। আজ সকালে মেলা চলাকালে একটি নাগরদোলা চলমান অবস্থায় হঠাৎ ভেঙে পড়ে। এতে নাগরদোলায় থাকা লোকজনসহ নিচে থাকা দর্শনার্থীরা আহত হন। তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ জানান, তাঁর এলাকার যুব সমাজের উদ্যোগে দীর্ঘদিন ধরেই এই মেলার আয়োজন হয়ে আসছে। এক দিনের মেলা, গতকালই শেষ হয়ে গেছে। আজ সকালে অল্পসংখ্যক লোক মেলা চত্বরে ছিল। এ সময় একটি নাগরদোলা ভেঙে কয়েকজন আহত হন। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাগরদোলার একটি প্রকোষ্ঠের হাতল ভেঙে কয়েকজন ছিটকে পড়ে আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। যেহেতু মেলা শুক্রবারই শেষ হয়ে গেছে, এ কারণে ওই স্কুল মাঠটি ফাঁকা করে দেওয়া হয়েছে।’

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত