Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চামড়া কিনে লোকসানের মুখে সাঁথিয়ার ব্যবসায়ীরা

প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

চামড়া কিনে লোকসানের মুখে সাঁথিয়ার ব্যবসায়ীরা

ঢাকার ট্যানারি নাটর আড়তের মালিকেরা চামড়া কিনতে শুরু না করায় বিপাকে পড়েছেন পাবনার সাঁথিয়ার ব্যবসায়ীরা। বছরগুলোর বকেয়া টাকাও ট্যানারি মালিকেরা এখনো পরিশোধ করেনি। ফলে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।

জানা যায়, কোরবানির পশুর চামড়ার সরকার নির্ধারিত করে দেন ফুট প্রতি ৪০ / ৪৫ টাকা। এই দামে ট্যানারি মালিকেরা চামড়া কিনতে চাচ্ছেন না। তাঁর নির্ধারিত মূল্যের চেয়ে কম দামেও চামড়া কিনতে তাল বাহানা করছেন।

ব্যবসায়ীরা দাবি করে বলেন, বিভিন্ন কোম্পানির মালিকেরা না এসে প্রতিনিধির মাধ্যমে নাটর আড়ত থেকে কম দামে চামড়া কিনতে চাচ্ছেন। আড়তে দাম কম হওয়ায় ব্যবসায়ীরা নিজ বাড়িতে স্তূপ করে চামড়া রেখেছে।

সাঁথিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী বিষ্ণুপুর গ্রামের বিমল কুমারের ছেলে শ্যামল কুমার বলেন, ট্যানারি মালিকেরা ৩০ / ৩৫ টাকা ফুট মূল্যে চামড়া কিনতে আগ্রহী। আমরা ফরিয়া ও সরাসরি মালিক পক্ষের কাছ থেকে ৩০ / ৩৫ টাকা ফুট মূল্যে চামড়া কিনেছি। শ্রমিক দিয়ে পরিষ্কার, লবণ মিশানো ও পরিবহন মিলে ফুট প্রতি ১০ টাকা খরচ হয়েছে। যদি ওই দামে চামড়া বিক্রি করি তাহলে চামড়া প্রতি ৩০০ / ৪০০ টাকা লোকসান হবে। ১ হাজার ৩০০ পিস গরুর চামড়ায় এত বেশি ক্ষতি পোষানো সম্ভব নয়। দাম কম হওয়ায় ঘরে স্তূপ করে চামড়া রেখেছি।

শ্যামল কুমার আরও জানান, ৪ বছর আগে ঢাকা হেমায়েতপুরের সাবিনা ট্যানারি মালিককে ৩২ লাখ টাকার চামড়া বাকি দিই। এখন পর্যন্ত মাত্র ৮ লাখ টাকা পরিশোধ করেছে। ২৪ লাখ টাকা পাওয়া নিয়ে আতঙ্কে রয়েছি।

কাশিনাথপুরের শুটকা নামে এক ব্যবসায়ী জানান, আমি প্রায় ১ হাজার ৫০০ পিস চামড়া নিয়ে নাটর আড়তে যাই। সেখানে ঢাকার ট্যানারি মালিকেরা না আসায় চামড়ার দাম কম। লকডাউনে বসে থেকে খরচ বেশি হওয়ায় বাধ্য হয়ে চামড়া রেখে বাড়িতে চলে এসেছি।

কয়েকজন ব্যবসায়ী জানান, সাঁথিয়া উপজেলা থেকে প্রায় ৭ হাজার পিস চামড়া নাটর আড়তে যাবে। সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রয় করতে না পারলে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়তে হবে।

ব্যবসায়ীরা আক্ষেপ করে বলেন, কোরবানির সময় লাভের আশায় সুদে টাকা এনে চামড়া কিনেছি। এখন লোকসান হলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। 

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, সরকারের নির্ধারিত মূল্যে চামড়া কেনা ও অপব্যবহার যাতে না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে। ভবিষ্যতে চামড়ার বাজারমূল্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে জানানো হবে।

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা