হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, স্ত্রী আহত 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে আকিল হোসেন রানা (৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় তাঁর স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

রানা জয়পুরপাড়া পশ্চিমপাড়ার মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পুরাতন লোহার ব্যবসা করতেন। 

বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পশ্চিমপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফা জানান, গত রোববার ভাড়া নিয়ে এক রিকশাচালকের সঙ্গে রানার কথা-কাটাকাটি হয়। এ সময় রানার প্রতিবেশী ইনছান ও তাঁর বন্ধু সাগর রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করেন। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তাঁর জামাইকে জানান। রিকশাচালকের জামাই পরদিন ইনছানকে ডেকে চড়-থাপ্পড় দেন।  

গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার রাতে রানা তাঁর স্ত্রীসহ এলাকায়  দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে ইনছান ও সাগরের সঙ্গে দেখা হয়। এ সময় ইনছান জানান, রানার পক্ষ নিয়ে রিকশাচালককে পিটিয়ে তিনি মারধরের শিকার হয়েছেন। এ কারণে ক্ষতিপূরণ হিসেবে রানাকে ৫০ হাজার টাকা দিতে হবে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা রানার পেটে ছুরিকাঘাত করেন। এ সময় স্ত্রী রোজিনা স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে তাঁকেও ছুরি মারা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরপরই ইনছান ও তার সহযোগীরা পালিয়ে যান। তাঁদের আটক করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে