হোম > সারা দেশ > নওগাঁ

১২ বছর পর বাবাকে ফিরে পেলেন মহিলা ভাইস চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কা প্রায় ১২ বছর আগে হারানো বাবাকে ফিরে পেয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সহায়তায় গতকাল সোমবার রাতে বাবাকে ফিরে পান তিনি।

ধামইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কার বাবার নাম যতীন্দ্রনাথ। তিনি উপজেলার আগ্রাদ্বিগুণ গ্রামের বাসিন্দা। ১২ বছর আগে নিজ বাড়ি থেকে হারিয়ে যান মানসিক ভারসাম্যহীন যতীন্দ্রনাথ।

আজ মঙ্গলবার সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪-বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন। গতকাল সোমবার রাতে যতীন্দ্রনাথকে দেশে ফিরিয়ে এনে মেয়ের কাছে হস্তান্তর করে বিজিবি।

লে. কর্নেল মো. হামিদ উদ্দিন বলেন, যতীন্দ্রনাথ মানসিক ভারসাম্যহীন হয়ে ১২ বছর আগে হারিয়ে যান। তাঁর মেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জানতে পারেন, তাঁর বাবা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রায়নগর গ্রামের মন্দিরে আছেন। ওই এলাকা ১৪ বিজিবির আওতাধীন সীমান্ত। বিষয়টি বিজিবিকে জানানো হলে ভারতের ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তাদের সহায়তায় যতীন্দ্রনাথকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মানবিক সহযোগিতা কামনা করা হয়।

হামিদ উদ্দিন আরও বলেন, গতকাল সোমবার রাতে ডাংগী বিএসএফ ক্যাম্প এলাকা থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বস্তাবর বিওপির বিজিবি সদস্যদের মাধ্যমে যতীন্দ্রনাথকে ফিরিয়ে আনা হয়। পরে তাঁকে তাঁর মেয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কা বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর বাবাকে খুঁজে পাব তা কখনো কল্পনাও করিনি। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বিজিবির সহায়তায় বাবাকে ফিরে পেয়েছি। এটা যে কত আনন্দের খবর, বলে বোঝাতে পারব না।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি