Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা দুই দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি 

হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা দুই দিনের রিমান্ড
সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমকে শুনানির জন্য আজ আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ব্যবসায়ী রবিনকে পুড়িয়ে হত্যা মামলায় এ রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আল-আমিন শুনানি শেষে মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড শুনানির সময় মাসুম নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান।

নাটোর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে উত্তেজিত জনতা আগুন লাগানোর পরদিন ওই বাসা থেকে শহরের উত্তরা সুপার মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী ও ট্রাভেল ব্লগার রবিনের পোড়া লাশ উদ্ধার করা হয়। পরে ১২ আগস্ট রবিনের মামা সোহেল রানা বাদী হয়ে সাবেক সংসদ সদস্য শিমুলসহ ৭১ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। ছাত্রলীগ নেতা মাসুমও সেই মামলার আসামি। কয়েক মাস পলাতক থাকার পর ১৬ জানুয়ারি পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে থেকে মাসুমকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন নাটোর জেলা যুবদল নেতারা।

মশায় অতিষ্ঠ নগরবাসী

দুর্গাপুরে ২৪ ঘণ্টায় ৮ জনের আত্মহত্যার চেষ্টা, দুজনের মৃত্যু

মধ্যরাতে ‘রহস্যজনকভাবে’ নারী ছুরিকাহত

রাজশাহীতে ভ্যানের জন্য চালককে খুন, গ্রেপ্তার ৪

ইউএনও অফিসের কর্মকর্তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জে পূর্ণিমা ধর্ষণ মামলা, সাজাপ্রাপ্তদের মুক্তির দাবিতে মানববন্ধন

সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি

যুবদল নেতা হত্যা: সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না