Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে মেলা

নওগাঁ প্রতিনিধি

জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে মেলা

নওগাঁয় শুরু হয়েছে দুই দিনব্যাপী সাহিত্য মেলা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ জিলা স্কুল মাঠে এ মেলা শুরু হয়। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি। প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক হুইপ মো. শহিদুজ্জামান সরকার।

আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মো. জাকির হোসেনসহ অন্যরা। প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম এবং নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। 

এ সময় বক্তারা বলেন, সাহিত্য মেলা জেলার কবি-সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে। নতুন প্রজন্মের লেখকদের এই আয়োজন যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সাহিত্য অনুরাগী অনেক মানবিক মানুষ তৈরি হবে। 

আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এই মেলায় আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, লেখক কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস ও নাটক পাঠের আয়োজন রয়েছে।

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত