হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঝড়বৃষ্টির মধ্যে নিখোঁজ বাবা-ছেলের লাশ মিলল যমুনায়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদী থেকে নিখোঁজ সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার ও তাঁর ছেলে আশিক বাবুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে উপজেলার চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি শাখা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

গত রোববার সন্ধ্যা থেকে তাঁরা নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রিপন তালুকদার উপজেলার চরগিরিশ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। গত রোববার সন্ধ্যায় তিনি ছেলে আশিক বাবুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি পাশের ডিগ্রিদোরতা গ্রামে যাচ্ছিলেন। পথে চর ধরে হেঁটে যমুনা নদী পার হচ্ছিলেন তাঁরা। তখন ঝড়বৃষ্টি হচ্ছিল। তখন থেকেই তাঁরা নিখোঁজ। পরে স্বজনেরা মৌখিকভাবে জানালে তাঁদের খোঁজ শুরু করে পুলিশ।’

ওসি শ্যামল কুমার দত্ত আরও বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বারজান এলাকায় যমুনা নদীতে রিপন তালুকদারের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। একই স্থানে আজ সকালে তার ছেলে আশিক বাবুরও মরদেহ ভেসে ওঠে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার