নাটোরের লালপুরে স্কুল ছুটির পর লাশ হয়ে বাড়ি ফিরেছে ইমা খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী। বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় সে। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমা উপজেলার তিলকপুর ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে। সে চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্কুল ছুটি হওয়ার পর বাড়ি আসার সময় চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিমে ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমা মারা যায়।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।