সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাসসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা পঞ্চগড়ের জমির খান (৩৯), ফরিদপুরের চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান (৪৪), ঢাকার মো. জহুরুল শেখ সুমন (৩৩) ও মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুরের মীর সোহেল হোসেন (২৬), যশোরের মো. রাজু (৩১) ও গোপালগঞ্জের আইয়ুব মোল্লা (৫২)।
র্যাব জানায়, শুক্রবার ভোররাতে র্যাব-১২-এর সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। তল্লাশি চলাকালে একটি হাইস মাইক্রোবাস র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা মাইক্রোবাসটিকে আটক করেন। আসামিরা প্রত্যেকেই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
পরে মাইক্রোবাসে থাকা চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান র্যাবকে জানান, তাঁরা পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাকস্যুট জ্যাকেট পরিধান করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলেন।