Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-৪: সভার নামে ভোটারদের ডেকে টাকা বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৪: সভার নামে ভোটারদের ডেকে টাকা বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ

রাজশাহী-৪ (বাগমারা) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হকের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে সভা করার নামে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল থেকে বাগমারার শিকদারীতে এনামুল হকের মালিকানাধীন সালেহা ইমারত কোল্ড স্টোরেজে এই টাকা বিতরণ করা হয় অভিযোগ রয়েছে। এ ঘটনায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগে উল্লেখ করা হয়, ‘স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সালেহা ইমারত কোল্ড স্টোরেজে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের গণবিজ্ঞপ্তির নির্দেশনা অমান্য করে একটি মিটিং (অনুষ্ঠান) আহ্বান করা হয়। সেখানে শত শত নেতাকর্মী ও সমর্থকদের জমায়েত করা হয়। সেই মিটিংয়ে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থিত নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাধারণ ভোটারদের ভোট কেনার জন্য ব্যাপক অর্থ দেওয়া হচ্ছে এবং সেই মিটিং এর কার্যক্রম চলমানও রয়েছে।’ 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কাঁচি প্রতীকের এই ধরনের মিটিং আহ্বান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার গত ৩ জানুয়ারি তারিখের গণবিজ্ঞপ্তি আদেশ ও নির্দেশনার পরিপন্থী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার গণবিজ্ঞপ্তির আদেশ অমান্য করায় কাঁচি প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। 

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জমায়েতের মাধ্যমে কাঁচি প্রতীকের প্রার্থী ভোটারদের মাঝে অর্থ বিলি করছে। আমরা কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

তবে অভিযোগের বিষয়ে জানতে আজ শুক্রবার বিকেলে কাঁচি প্রতীকের প্রার্থী এনামুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। 

রাজশাহীর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার সকালে বাগমারার ইউএনও, এসিল্যান্ড এবং দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ভোটারদের মাঝে টাকা দেওয়ার প্রমাণ হাতেনাতে পাওয়া যায়নি।’ 

শামীম আহমেদ বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা বলেছেন যে, তাঁরা সেখানে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু এখন তো সেই প্রশিক্ষণেরও সুযোগ নেই। কেননা, গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে নির্বাচনে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ। আমাদের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের সেই মিটিং তাৎক্ষণিক বন্ধ করে দিয়েছি। প্রশাসন সর্বোচ্চ সতর্ক ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।’

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা