হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও বেলকুচিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আকাশ ও সুজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকালে বেলকুচি উপজেলার বানিয়াগাতী এবং গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভুইঁয়াগাঁতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন বেলকুচি উপজেলার বওড়া দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে সোহান (১৯), রায়গঞ্জের তবাড়ীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণ প্রতিষ্ঠান জামিল ইকবাল কনস্ট্রাকশনে হিসাবরক্ষক ও বেলকুচি উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৩০)। 

বেলকুচি থানার উপপরিদর্শক সালাউদ্দিন আল মামুন বলেন, মোটরসাইকেল নিয়ে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি থেকে বওড়া গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিন যুবক। তাঁরা বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি শাল বাগানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সোহান নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী আকাশ ও সুজন আহত হন। 

অন্যদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, জাহাঙ্গীরসহ তিনজন একটি ব্যাটারিচালিত অটো ভ্যানে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একতা পরিবহনের একটি বাস তাঁদের চাপা দিলে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। তবে ভ্যানের অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ করেছে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন