হোম > সারা দেশ > রাজশাহী

অতি বৃষ্টিতে নাটোরে দেবে গেছে রেললাইন

লালপুর (নাটোর) প্রতিনিধি

অতি বৃষ্টির কারণে নাটোরের লালপুরে আব্দুলপুর–আজিমনগর স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া এলাকায় মাটি ধসে আপ রেললাইনের পাশের একাংশ দেবে গেছে। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। বর্তমানে ধসে যাওয়া রেললাইন সংস্কার করা হচ্ছে।

আজ শনিবার বিকেলে আব্দুলপুর রেলওয়ে জংশনে দায়িত্বরত স্টেশন মাস্টার মো. জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে আব্দুলপুর ও আজিমনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ঘোষপাড়া ভাঙা এলাকায় রেললাইন দেবে যায়। এরপর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

স্টেশন মাস্টার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। সকাল থেকে রেললাইনের মেরামত কাজ চলছে। আশা করি দু–একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, একই স্থানে ২০০৫ ও ২০০৭ সালে মাটি ধসে গিয়েছিল। পরে রেল কর্তৃপক্ষ রেললাইনটি কংক্রিট ব্লক দিয়ে বেঁধে দেয়। এরপর থেকে এ স্থান ভাঙা নামে পরিচিত। এবার ভারী বর্ষণে একই স্থানে আবার ধসে গেছে।

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

সেকশন