Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

আইন মন্ত্রণালয়ের সহকারী সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

আইন মন্ত্রণালয়ের সহকারী সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ড্রাফটিং) আরিফুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী। সভা শেষে গণ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব বরাবর পাঠানো হয়। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বারইপাড়া গ্রামবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টুসহ গ্রামের একাধিক বাসিন্দা। 

পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খাঁন ঝন্টু বলেন, আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব আরিফুল ইসলামের বাড়ি বারইপাড়া গ্রামে। আইন মন্ত্রণালয়ের চাকরির সুবাদে তিনি ঘুষ বাণিজ্য, দুর্নীতি, জুলুম, ভূমি দখল, নিয়োগ বাণিজ্যসহ নানা অপকর্ম করে আসছেন। এসব অনিয়ম করে তিনি রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। 

চেয়ারম্যান বলেন, অভিযুক্ত আরিফুলের নানা অপকর্মে গ্রামবাসী অতিষ্ঠ। ফলে তাঁরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। 

অভিযোগের বিষয়ে বিষয়ে আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব আরিফুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। যা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। সরেজমিন তদন্ত কররে সঠিক তথ্য বের হয়ে যাবে।

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা