নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোর এ সৈনিক হিসেবে অন্তর্ভুক্ত হলেন ২৪৪ জন। আজ মঙ্গলবার বগুড়ার মাঝিরা সেনানিবাসে ৮৩তম সাঁজোয়া রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার (বগুড়া) মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।
আজ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রিক্রুট ব্যাচ-২০২২ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
সমাপনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসারগণ এবং অন্যান্য পদবির সৈনিকেরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। সব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শন করায় রিক্রুট আবু বক্কর সিদ্দিককে পুরস্কৃত করা হয়।