হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার হালতি বিলে ও খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতেরা হলেন—নলডাঙ্গার উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৪) ও নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী (৩১)। 

আহতেরা হলেন—খোলাবাড়িয়ার কাফাজ উদ্দিনের ছেলে সেন্টু (৫২) ও রংপুর জেলার মকবুল হোসেন (৪৮)। মকবুল পেশায় শামুক ব্যবসায়ী। 

নলডাঙ্গা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার হালতি বিলে মোমিন, সেন্টু ও মকবুল নৌকা নিয়ে শামুক তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মোমিন নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। সেন্টু ও মকবুল গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন। 

অন্যদিকে খাজুরার চাঁনপুরে মরা আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে রায়হান আলী নামের এক জেলের মৃত্যু হয়।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত