হোম > সারা দেশ > পাবনা

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে পেট্রল ঢেলে এক বিএনপি নেতার কম্বাইন হারভেস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান মিলনের বাড়িতে গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঈশ্বরদী থানায় অভিযোগ দিয়েছেন।

সিদ্দিকুর জানান, তিনি পেশায় কৃষক। কয়েক বছর আগে তিনি এই কম্বাইন হারভেস্টারটি কিনে ধান কাটাসহ কৃষির বিভিন্ন কাজ করে আসছিলেন। ধান কাটার মৌসুমে এলাকার কৃষকেরা এই যন্ত্রের মাধ্যমে উপকৃত হতেন। রাতে একদল দুর্বৃত্ত ঘরের বাইরে থাকা যন্ত্রটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়, যা তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পেরেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।

সিদ্দিকুরের অভিযোগ, দুর্বৃত্তরা ষড়যন্ত্রমূলকভাবে তাঁর কৃষিযন্ত্রটি পুড়িয়ে দিয়েছে। এতে তাঁর আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জামাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে পুড়িয়ে দেওয়ার বিষয়টি সরেজমিন পরিদর্শনে সত্য বলে মনে হয়েছে। অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জ্যেষ্ঠ অফিসারের নির্দেশক্রমে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি