জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর স্বামী গত শুক্রবার রাতে ওই মামলা করেন। গত বুধবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল হোসেন (৩৩), ফারুক হোসেন (৪০) ও একরামুল হক (৪২)।
এজাহার সূত্রে জানা গেছে, প্রবাসে চাকরির জন্য জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ (টিটিসি) কেন্দ্রে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন ভুক্তভোগী গৃহবধূ। সেখানে অভিযুক্ত রুবেল হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত বুধবার প্রশিক্ষণ শেষে রুবেল তাঁর মোটরসাইকেলে করে ওই গৃহবধূকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। পরে মোটরসাইকেলে তুলে ওই নারীকে বাড়িতে পৌঁছে না দিয়ে অপর অভিযুক্ত ফারুক হোসেনের গভীর সেচপাম্পের ঘরে নিয়ে যান রুবেল। সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রুবেল, ফারুক ও একরামুল। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে ভুক্তভোগীকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান তাঁরা। গত বৃহস্পতিবার সকালে গৃহবধূ তাঁর স্বামীকে ঘটনা জানালে চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে আক্কেলপুর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, চিকিৎসার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করিয়েছেন তাঁর স্বামী। সেখানেই তাঁর সব পরীক্ষা হবে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।