Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

 লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরে রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
লালপুরের আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইনের বিভিন্ন স্থান থেকে দুর্বৃত্তরা ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে । ছবি: আজকের পত্রিকা।

নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে রেললাইনের ক্লিপ চুরি করে হয়ে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা-পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জিআরপি থানা-পুলিশকে অবহিত করা হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।

শনিবার ঘটনাস্থলে গেলে রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীরা জানান, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশনের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ রেলপথের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নেই। ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিনিয়তই চুরি করছে ক্লিপ। বিশেষ করে হাতুড়ি দিয়ে রেললাইনের স্লিপার ভেঙে এবং ব্লেড দিয়ে কেটে ক্লিপ চুরি করে নিয়ে যায় তারা। যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

আজিম নগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু চুরি রোধ করা যাচ্ছে না। এতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দ্রুত স্লিপার সংস্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা-পুলিশকে অভিযোগ করেছেন। অব্যাহত ক্লিপ চুরির বিষয়ে জিআরপি থানা-পুলিশকে জানানো হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, কিছুদিন হলো এ থানায় তিনি যোগদান করেছেন। ক্লিপ চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে চাল লুট

ছিনতাইয়ের জন্য রিকশাচালককে নিয়ে মহড়া

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২৭ বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায়, চক্রের হোতা গ্রেপ্তার

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

নওগাঁয় ২৯ টন সরকারি চাল জব্দ

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

নারীঘটিত বিষয়, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ