হোম > সারা দেশ > জয়পুরহাট

আক্কেলপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে মিম আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর মহল্লায় এই ঘটনা ঘটে। মিম একই এলাকার আকাশ হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে আকাশ পলাতক আছেন।

মিমের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এক বছর আগে নওগাঁর সদর উপজেলার চাকলা গ্রামের আল আমিন হোসেনের মেয়ের সঙ্গে আক্কেলপুর পৌরসভার শ্রীকৃষ্টপুর মহল্লার সিরাজুল ইসলামের ছেলে আকাশের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। গত বুধবার দিবাগত রাতে তাঁরা স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সকালে ওই ঘর থেকে মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিমের খালা মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।’

আকাশের হোসেনের মা মেমি আক্তার বলেন, ‘আমার ছেলের সঙ্গে রাতে বৌমার কোনো ঝগড়া হয়নি। সকালে আমি ডেকেছিলাম ঘুম থেকে ওঠার জন্য। তখন ছেলে ঘরেই ছিল। মা ছেলে মিলে বৌমাকে ডাকাডাকি করছিলাম তখনো ঘুম থেকে উঠে না। পরে দেখি বৌমার গলায় দাগ।’

নিহত মিম আক্তারের মা অঞ্জনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকে মেয়ের জামাই মেয়েকে কারণে-অকারণে নির্যাতন করে আসছিল। মেয়ে সব নির্যাতন সহ্য করে সংসার করতে চেয়েছিল। জামায় আমার মেয়েকে হত্যা করে পালিয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহতের ঘরে ঘাটের ওপরে শোয়া অবস্থায় মরদেহ পাওয়া জায়। এই ঘটনায় নিহতের বাবা আল আমিন হোসেন বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছেন এবং নিহতের শাশুড়ি মেমি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে।’

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত