Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানি, থানায় মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে ঘরে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানি, থানায় মামলা

বগুড়ার ধুনট উপজেলায় শয়ন কক্ষে ঢুকে এক গৃহবধূকে (২২) শ্লীলতাহানির অভিযোগ থানায় মামলা হয়েছে। 

আজ রোববার দুপুরের দিকে ওই গৃহবধূ বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন। মামলায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আফতাব আলী ছেলে রেজাউল করিমকে (৩২) আসামি করা হয়েছে। 

মামলায় জানা গেছে, ওই উপজেলায় গৃহবধূ তাঁর সঙ্গে থাকতেন। গত ১৪ জুন রাত সাড়ে ৯টার দিকে তাঁর স্বামী ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে দোকানে যান। এ সময় বিদ্যুৎ চলে গেলে গৃহবধূ বাইরে বের হন। ফিরে এসে শয়ন কক্ষে বিছানায় শুয়ে পড়েন। এ সময় রেজাউল করিম ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে শ্লীলতাহানি করেন। 

গৃহবধূর চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই রেজাউল করিম তার পরনের লুঙ্গি, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান। 

ঘটনার পর থেকে আসামি রেজাউল করিম পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭