বগুড়ার ধুনট উপজেলায় শয়ন কক্ষে ঢুকে এক গৃহবধূকে (২২) শ্লীলতাহানির অভিযোগ থানায় মামলা হয়েছে।
আজ রোববার দুপুরের দিকে ওই গৃহবধূ বাদী হয়ে ধুনট থানায় এ মামলা করেন। মামলায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আফতাব আলী ছেলে রেজাউল করিমকে (৩২) আসামি করা হয়েছে।
মামলায় জানা গেছে, ওই উপজেলায় গৃহবধূ তাঁর সঙ্গে থাকতেন। গত ১৪ জুন রাত সাড়ে ৯টার দিকে তাঁর স্বামী ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে দোকানে যান। এ সময় বিদ্যুৎ চলে গেলে গৃহবধূ বাইরে বের হন। ফিরে এসে শয়ন কক্ষে বিছানায় শুয়ে পড়েন। এ সময় রেজাউল করিম ওই গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে শ্লীলতাহানি করেন।
গৃহবধূর চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই রেজাউল করিম তার পরনের লুঙ্গি, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর থেকে আসামি রেজাউল করিম পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।